ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাবির হলে মেয়েদের হয়রানির অভিযোগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, এপ্রিল ১৯, ২০১৮
ঢাবির হলে মেয়েদের হয়রানির অভিযোগ হল ছেড়ে চলে যাচ্ছেন এক ছাত্রী। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোটা সংস্কার আন্দোলন সংশ্লিষ্ট কয়েকজন ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। হল প্রশাসন অভিভাবক ডেকে এনে তাদের বের করে দিয়েছে বলে ছাত্রীরা অভিযোগ করেছেন। 

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাত ৮ টার পর থেকে তারা হল ত্যাগ করেন।

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার পর হল প্রাধ্যক্ষ কোটা আন্দোলনে জড়িতদের ডেকে হল ছেড়ে দিতে বলেন।

তাদের কারণে হলে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানান।

চতুর্থ বর্ষের এক ছাত্রী বলেন, সাধারণ শিক্ষার্থীরা যারা কোটা আন্দোলনে অংশ নিয়েছিল তাদের ফেসবুকে কোন কিছু লিখলে ও হলের কোন কিছু ভিডিও করলে বহিষ্কার করার কথা বলেছেন প্রাধ্যক্ষ ম্যাম।
রাত ১০টার গিয়ে দেখা গেছে, কয়েকজন অভিভাবক তাদের মেয়েদের নিয়ে যাচ্ছেন। এসময় অনেককে কান্না করতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে প্রাধ্যক্ষ সাবিতা রেজওয়ানাকে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, আমি ঘটনাটা শুনেছি। প্রাধ্যক্ষকে এ বিষয়ে জিজ্ঞেস করব।

কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি পালন করছিলেন চাকরি প্রত্যাশীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা স্থগিত থাকে। এছাড়া শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় প্রশাসনিক কাজকর্মে স্থবিরতা দেখা দেয়। পরে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণায় শিক্ষার্থীরা ১২ এপ্রিল আন্দোলন স্থগিত করেন।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এসকেবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।