বৃহস্পতিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে লন্ডনের ল্যানক্যাস্টার হাউজে কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের এক্সিকিউটিভ সেশনে এ আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত বছর জাতিসংঘ অধিবেশনে দেওয়া পাঁচটি প্রস্তাবের আলোকে কমনওয়েলথ সদস্য দেশগুলোকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে কার্যকর ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
তিনি বলেন, মানবিকতার প্রতি কমনওয়েলথ দেশগুলোর সামষ্টিক দায়বোধ ব্যর্থ হতে পারে না।
প্রধানমন্ত্রী বলেন, এক মিলিয়নের বেশি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আমরা আশ্রয় দেয়েছি।
রোহিঙ্গা সংকট সমাধানে উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের তাদের মাতৃভূমিতে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমার একটি চুক্তি করেছে।
তিনি আরো বলেন, আমরা জাতিসংঘসহ এর সহযোগী বিভিন্ন সংস্থাকে সঙ্গে নিয়ে কাজ করছি।
গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে তার ভাষণে রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন, রোহিঙ্গাদের জন্য আলাদা সেইফ জোন তৈরিসহ পাঁচটি প্রস্তাব দেন।
কমনওয়েলথ সংস্কারে প্রধানমন্ত্রীর প্রস্তাব
বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এমইউএম/টিএ