ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে অনেক কাছে এসেছে ভারত

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, এপ্রিল ১৯, ২০১৮
রোহিঙ্গা ইস্যুতে অনেক কাছে এসেছে ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লন্ডন থেকে: রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান বাংলাদেশের অনেক কাছে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে লন্ডনের ল্যানক্যাস্টার হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর ব্রিফিং এ কথা জানান শহীদুল হক।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু, কমনওয়েলথ ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।


রোহিঙ্গা ইস্যুতে আলোচনার বিষয় সর্ম্পকে জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘আপনারা জানেন ভারত তাদের অবস্থান থেকে অনেক সরে এসেছে। তারা(ভারত) পুর্নবাসনের জন্যও সহযোগিতা করছে।

পররাষ্ট্র সচিব বলেন, ‘ইন্ডিয়া তাদের অবস্থান আমাদের অনেক কাছে এসেছে। আমাদের অবস্থা আরো শক্তিশালী হয়েছে’।

শহীদুল হক বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর বৈঠকে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ হয়েছে, দ্বিপাক্ষিক অনেক বিষয়ে আলোচনা হয়েছে। ’

রোহিঙ্গা ইস্যু ও তিস্তার পানি বন্টন নিয়ে আলাপ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সব বিষয়ে আলাপ হয়েছে। ’

ব্রিফিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এমইউএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।