ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, এপ্রিল ১৯, ২০১৮
গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় বেদেনা আক্তার (৫০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ফজর উদ্দিনকে (৬২) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটক ফজর ময়মনসিংহের নান্দাইল থানার দেওডাংড়া এলাকার সোবেদ আলী বেপারীর ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, টেপিরবাড়ি পশ্চিমপাড়া এলাকার শাহজাহানের বাড়িতে ভাড়া থাকেন ফজর। তার স্ত্রী বেদেনা শ্রীপুরের ভিয়েলা টেক্সটাইল কারখানায় চাকরি করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কথা কাটাকাটি করে ফজর তার স্ত্রী বেদেনাকে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করেন বলে জানা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ফজরকে আটক করে পুলিশ।

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে হত্যাকাণ্ডের  প্রকৃত কারণ জানা যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
আরএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।