আগামী জুনে সিটি করপোরেশন থেকে যেসব ট্রেড লাইসেন্স দেওয়া হবে তাতে শর্ত থাকবে, পাবলিক প্লেসে সিগারেট বা কোনো তামাকপণ্য বিক্রি করা যাবে না। শুধু তাই নয়, পাবলিক প্লেসে সিগারেটের প্যাকেট প্রদর্শনের ব্যাপারেও বিধিনিষেধ আরোপ করা হবে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ আইনের প্রায়োগিক অবস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় সিটি মেয়র এ ঘোষণা দেন।
সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কোনোভাবেই ধূমপানে আসক্ত না হয়। এছাড়া অপ্রাপ্তবয়স্কদের কাছে যেন তামাকপণ্য বিক্রি করা না হয় সেদিকে দোকানদার ও ব্যবসায়ীদের নজর রাখতে হবে। স্কুল-কলেজের শিক্ষকদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহীকে ধূমপান মুক্ত শহর গড়তে সিটি করপোরেশনের পক্ষ থেকে সম্ভব সকল পদক্ষেপই নেওয়া হবে। এছাড়া তামাকপণ্য নিয়ন্ত্রণ করতে হলে তামাক উৎপাদনকারীদের ঋণ বন্ধ করতে হবে।
আলোচনার সময় বক্তারা বলেন, রাজশাহীতে তামাক নিয়ন্ত্রণ আইনের তেমন প্রয়োগ না হওয়ায় তামাকজনিত স্বাস্থ্যঝুঁকি বেড়ে চলেছে। ফলে এখানে নাগরিকদের শ্বাসকষ্ট, হাঁপানি, যক্ষ্মার প্রাদুর্ভাবও বেশি। পাবলিক প্লেসে ধূমপানের কারণে একদিকে যেমন স্বাস্থ্যক্ষতি বাড়ছে, অন্যদিকে রাজশাহীকে ক্লিনসিটি গড়ার যে কার্যক্রম রয়েছে সেটিও ব্যাহত হচ্ছে।
জানানো হয়, ধূমপান ও তামাকপণ্য ব্যবহারের কারণে বর্তমানে বিশ্বে ৫৪ লাখ এবং বাংলাদেশে এক লাখের অধিক মানুষ প্রতিবছর তামাকজনিত রোগে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর হার কমিয়ে আনতে সবগুলো জনবহুল শহরকে তামাকমুক্ত করা জরুরি। এতে তামাকসেবীর সংখ্যা কমবে, পরোক্ষ ধূমপান থেকে অধূমপায়ীরাও রক্ষা পাবে।
অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) আয়োজনে এ মত বিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি লিয়াকত আলী এবং দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুল।
সভায় তামাক নিয়ন্ত্রণ আইন ও তার প্রয়োগে রাজশাহীর প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতির ওপর মূল বিষয়বস্তু উপস্থাপন করেন এসিডির প্রকল্প সমন্বয়ক এহসানুল আমিন ইমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসিডির প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রানী বিশ্বাস। আর পরিচালনা করেন, এসিডির অ্যাডভোকেসি অফিসার শামীম হোসেন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এসএস/এনএইচটি