বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন।
আদালতের বিচারক রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে জানিয়েছেন লিমনের মায়ের আইনজীবী মানিক আচার্য্য।
মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে লিমনদের পরিবারের সঙ্গে একই এলাকার আবদুল হাই নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। গত ১৫ মার্চ লিমনের পরিবার নিজেদের জমিতে আধাপাকা একটি ঘর নির্মাণের জন্য সামগ্রী এনে রাখেন। খবর পেয়ে আবদুল হাইয়ের নেতৃত্বে লিমনের মায়ের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তাদের টাকা না দিয়ে কাজ শুরু করলে গত ৭ এপ্রিল আবদুল হাই লোকজন নিয়ে রাতে আধাপাকা ঘরের এক পাশের দেয়াল ও বেশ কয়েকটি পিলার ভেঙে গুঁড়িয়ে দেন। এসময় লিমনদের বসতঘর সংলগ্ন রান্নাঘরে অগ্নিসংযোগও করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমএস/আরআর