রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ‘ডিজিটাল ফিল্ম’ দেখার পাশাপাশি জ্যোর্তিবিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান বিষয়ে প্লানেটেরিয়াম উপভোগ করার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
নভোথিয়েটার কর্তৃপক্ষের অনুরোধে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সব স্কুল-কলেজের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
নভোথিয়েটারের মহাপরিচালক আবুল বাশার মো. জহুরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দেশের সব নাগরিক এবং ছাত্র-ছাত্রীদেরকে বিনোদনের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা ও তথ্য প্রদান এবং মহাকাশ বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’ প্রতিষ্ঠিত করা হয়েছে।
জাপানি সর্বাধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন ও স্বাধীনতা সংগ্রামে তার গৌরবোজ্জ্বল ভূমিকার উপর ডিজিটাল ফিল্ম নির্মিত হয়েছে, যা প্রধানমন্ত্রী ২০১৬ সালের ২৮ জুলাই উদ্বোধন করেন এবং নভোথিয়েটার প্লানেটেরিয়ামে নিয়মিত প্রদর্শিত হচ্ছে। ফিল্মটি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ তার জীবনের অনেক অজানা তথ্য, মুক্তিযুদ্ধের পটভূমি, পাক-হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, এদেশের মুক্তিপাগল মানুষের প্রতিরোধসহ স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে নির্মিত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে ধারণা লাভ করবে।
এছাড়া প্লানেটেরিয়ামে মহাকাশ বিষয়ক প্রদর্শনী (মিশন টু দ্য ব্লাক হোল, গুডনাইট গল্ডিলকস, জার্নি টু দ্য স্টারস, ডন অব দ্য স্পেস এজ, সিম্পনি অব দ্য স্টারি স্কাই) ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রদর্শিত হয়। প্রতিটি প্লানেট শো মহাকাশ বিজ্ঞানের নতুন নতুন অবিষ্কারে ভরপুর। এছাড়াও রয়েছে ৫-ডি মুভি থিয়েটার, ৫-ডি ইন্টারঅ্যাক্টিভ এডুটেইনমেন্ট সিমুলেটর এবং ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিট গ্যালারি। এক্সিবিটগুলোর সাহায্যে শিক্ষার্থীরা একদিকে বিনোদন লাভ করে এবং অন্যদিকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হয়।
নভোথিয়েটারের প্রদর্শনী, ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিটসহ অন্যান্য রাইডগুলোর টিকিট মূল্য অত্যন্ত সাশ্রয়ী উল্লেখ করে চিঠিতে ডিজিটাল ফিল্ম এবং জ্যোর্তিবিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান বিষয়ক প্লানেটেরিয়াম প্রদর্শসহ অন্যান্য এক্সিবিটগুলো উপভোগ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমআইএইচ/জেডএস