ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুর-রংপুর পেলো মহানগর পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, এপ্রিল ১৯, ২০১৮
গাজীপুর-রংপুর পেলো মহানগর পুলিশ

ঢাকা: আইন-শৃঙ্খলার গুরুত্ব বিবেচনা করে গাজীপুর ও রংপুরে মহানগর পুলিশ দিতে সংসদে আইন পাস করা হয়েছে। সদ্য শেষ হওয়ার ২০তম অধিবেশনে গাজীপুর ও রংপুর মহানগর পুলিশ বিলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে বিল দু’টি আইনে পরিণত হলো।

এখন গাজীপুর ও রংপুর মহানগর পুলিশ গঠনে অন্য কাজ করতে পারবে সংশ্লিষ্ট বিভাগ।  

একই সঙ্গে রাষ্ট্রপতি সম্মতি জানিয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন) বিল, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল ও  খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিলে।

সবগুলো বিলই ২০তম অধিবেশনে পাস হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ