ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মণিরামপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, এপ্রিল ১৯, ২০১৮
মণিরামপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

যশোর: যশোরের মণিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ঝাঁপা গ্রামের পাটুনিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জগবন্ধু দাস (৫৬) ওই এলাকার অন্নচরণ দাসের ছেলে।

তিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

এ ঘটনায় নিহতের বড়ভাই শ্যামপদ দাস (৬০), তার স্ত্রী মায়া রানী দাস (৫০) ও মেয়ে পার্বতী রানী দাসকে (১৭) আটক করা হয়েছে।

নিহত জগবন্ধুর স্ত্রী জোসনা রানী সাংবাদিকদের জানান, শ্যামপদ পথ না রেখে বাড়িতে মন্দির নির্মাণ করাচ্ছিলেন। সকালে জগবন্ধু কাজ করতে নিষেধ করলে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শ্যামপদ শাবল ও ইট দিয়ে জগবন্ধুর মাথায় আঘাত করেন। পরে জগবন্ধুর মেয়ে শম্পা উদ্ধারে এগিয়ে গেলে তাকেও পেটায় শ্যামপদের স্ত্রী মায়া ও মেয়ে পার্বতী।
    
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রাজিব কুমার পাল তাকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে শ্যামপদকে আটক করা হয়েছে। এছাড়া তার স্ত্রী মায়া ও মেয়েকে তদন্তের স্বার্থে আটক রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
ইউজি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ