বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মনির হোসেন (২৪), মোতালেব মিঝি (৩৫), রফিজ উদ্দিন (৪০), সেলিম (২০), সবুজ (২৫), সোহাগ (২২), স্বপন হাওলাদার (২৩), নুর হোসেন (২২), শরীফ গাজী (৩৫), শহীদুল্লাহ মোল্যা (৩৫) ও হারুন (২০)।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বাংলানিউজকে জানান, পদ্মার নড়িয়া উপজেলার সুরেশ্বর পয়েন্ট থেকে ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার ফেরিঘাট পর্যন্ত ২০ কিলোমিটার অভয়াশ্রমে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত মাছ শিকার নিষিদ্ধ। এজন্য বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর অভয়াশ্রমে অভিযান চালানো হয়। এসময় নিষেধ অমান্য করে জাল ফেলে মাছ শিকার করায় মাছ ধরার চারটি ট্রলারসহ ওই ১১ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত চারটি ট্রলার নিলামে বিক্রি করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এসআই