ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুজানগরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৭, এপ্রিল ১৯, ২০১৮
সুজানগরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা।

পাবনা: পাবনার সুজানগর উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বাধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে নতুন ভবনের ফলক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

ভবন উদ্বোধন শেষে স্থানীয় শহীদ দুলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা ও সুধীজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিৎ দেবনাথের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- পাবনা সুজানগর-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। বিশেষ অতিথি ছিলেন- মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ