শুক্রবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় সাভারে রানা প্লাজার সামনে অনুষ্ঠেয় এ প্রদর্শনীর পরিকল্পনা ও কিউরেটিং করেছেন যৌথভাবে গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান ও আলোকচিত্রী তাসলিমা আখ্তার এবং আমেরিকান কাঁথাশিল্পী রবিন বারসন।
কাঁথার উপর নিহত ও নিখোঁজ শ্রমিকদের ছবি বসিয়ে বাংলাদেশের ঐতিহ্য অনুযায়ী নানা অঞ্চলের কাঁথা সেলাই ফোঁড় দিয়ে নিহত শ্রমিক পরিবারের সদস্যরাই তৈরি করেছেন এসব ‘স্মৃতি কাঁথা’।

এসব কাজ পরিবারের নারী সদস্যরাই সেলাই করেছেন। কেউ নিহতের মা, কেউ বোন, কেউ মেয়ে, স্ত্রী, চাচী বা পরম আত্মীয় বা রানা প্লাজার আহত কোনো নারী শ্রমিক।
প্রদর্শনীর উদ্বোধন করবেন নিখোঁজ সমাপ্তি রাণীর মা ও আহত শ্রমিক রুনা রাণী দাস।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমজেএফ