ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রানা প্লাজায় নিহতদের স্মরণে ‘স্মৃতি কাঁথা’ প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, এপ্রিল ১৯, ২০১৮
রানা প্লাজায় নিহতদের স্মরণে ‘স্মৃতি কাঁথা’ প্রদর্শনী কাঁথায় হারানো স্বজনের স্মৃতি

রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে ‘স্মৃতি কাঁথা ও কথা’ প্রদর্শনীর আয়োজন করেছে গার্মেন্ট শ্রমিক সংহতি। ‘মৃতদের স্মরণ করো জীবিতদের জন্য লড়াই করো’ স্লোগান নিয়ে ছবি-কাঁথা ও কথা নিয়ে এ প্রদর্শনী আয়োজিত হচ্ছে।

শুক্রবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় সাভারে রানা প্লাজার সামনে অনুষ্ঠেয় এ প্রদর্শনীর পরিকল্পনা ও কিউরেটিং করেছেন যৌথভাবে গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান ও আলোকচিত্রী তাসলিমা আখ্‌তার এবং আমেরিকান কাঁথাশিল্পী রবিন বারসন।

কাঁথার উপর নিহত ও নিখোঁজ শ্রমিকদের ছবি বসিয়ে বাংলাদেশের ঐতিহ্য অনুযায়ী নানা অঞ্চলের কাঁথা সেলাই ফোঁড় দিয়ে নিহত শ্রমিক পরিবারের সদস্যরাই তৈরি করেছেন এসব ‘স্মৃতি কাঁথা’।


কাঁথা প্রদর্শীনীর প্রস্তুতি চলছেএকই সাথে নিজ হাতে পরিবারের নিহত সদস্যদের নিয়ে ছোট ছোট রুমালে লিখেছেন নিজেদের মনের নানা কথা। এসব কথায় লুকিয়ে আছে হারানো আপজনের জন্য আকুতি।

এসব কাজ পরিবারের নারী সদস্যরাই সেলাই করেছেন। কেউ নিহতের মা, কেউ বোন, কেউ মেয়ে, স্ত্রী, চাচী বা পরম আত্মীয় বা রানা প্লাজার আহত কোনো নারী শ্রমিক।

প্রদর্শনীর উদ্বোধন করবেন নিখোঁজ সমাপ্তি রাণীর মা ও আহত শ্রমিক রুনা রাণী দাস।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ