একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়ার মৃত গোলজার হোসেন শেখের ছেলে মো. আলমগীর কবির তানসেন।
মামলার বিবরণে জানা যায়, রাষ্ট্র বিরোধী প্রচারণা চালানোর অভিযোগে ২০১৬ সালের ১২ জুন মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে আলমগীর কবির তানসেনকে আটক করে। পরে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪০ পিস লিফলেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ মেহেরপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা করে। মামলার দীর্ঘ শুনানী শেষে দুপুরে আদালত এ রায় দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মারুফ আহম্মদ বিজন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এনটি