সাজাপ্রাপ্তরা হলেন-দীঘিনালা উপজেলার বাছা মেরুং এলাকার মো. মর্তুজা আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (২৬), একই এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে মো. ফারুক হোসেন (২৬) ও বড় মেরুং এলাকার ইসহাক মিয়ার ছেলে ইমন হোসেন (২৪)।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্য এই আদেশ দেন।
২০১৪ সালের ১৮ জুন দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাছা মেরুং-এর দক্ষিণ পাড়া এলাকায় এক কিশোরীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ওইদিন রাতে কিশোরীর মা খোরশেদা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দীঘিনালা থানায় মামলা করেন। একই বছর ১১ ডিসেম্বর মামলার চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় ১২ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়।
এর আগে ধর্ষণের ঘটনা ভিডিওচিত্রে ধারণ করায় ২০১৬ সালের ৭ জুন পর্নোগ্রাফি আইনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান মিয়া ওই তিনজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।
এদিকে আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কিশোরীর মা খোরশেদা বেগম। তিনি বলেন, এই রায়ের কারণে অন্য কেউ এমন জঘন্য কাজ করার আগে হাজারবার ভাববে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৮
আরআর