বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের কাঞ্চনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. জিয়াউল হক বাংলানিউজকে জানান, দুপুরে কাছাইট গ্রামের কাঞ্চনপুরে তিতাস নদীর তীরবর্তী পূর্বাশা ব্রিক ফিল্ড ও আশিক ব্রিক ফিল্ড মাঝামাঝি জায়গায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এনটি