ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুক্তিযোদ্ধা কাজল কান্তি আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, এপ্রিল ১৯, ২০১৮
মুক্তিযোদ্ধা কাজল কান্তি আর নেই

লক্ষ্মীপুর: মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুরের উপদেষ্টা কাজল কান্তি দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরের হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বাংলাদেশ   পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শংকর মজুমদার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্র জানায়, সকালে ব্যক্তিগত কাজে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে যান তিনি। এসময় হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২০ এপ্রিল) সকাল ১০টায় লক্ষ্মীপুর টাউন হল সংলগ্ন নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলেও পরিবার সূত্রে জানা যায়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- বেসাম‌রিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র এম এতাহেরসহ মুক্তিযোদ্ধা সংগঠক, সামাজিক, রাজনীতি ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ