ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় পা হারালেন ট্রলি চালক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, এপ্রিল ১৯, ২০১৮
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় পা হারালেন ট্রলি চালক

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক চঞ্চল হোসেনের (২৫) পা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঈশ্বরদী-নাটোর-ঢাকা মহাসড়কের মুলাডুলি শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

চঞ্চল হোসেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল এলাকার আমির হোসেনের ছেলে।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল করিম বাংলানিউজকে জানান, সকালে মুলাডুলি শেখপাড়া এলাকায় পাথর বোঝায় ট্রাক ও ইট বোঝায় পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি চালক চঞ্চল হোসেনের পা শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, ট্রাক চালক পালিয়ে যাওয়ার তাকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দিলে মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ