বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার দুকুড়ীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ওই গ্রামের লোকমান আলীর ছেলে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম শাহ বাংলানিউজকে জানান, দুপুরে পাশের গ্রামের একটি মাঠ থেকে মাটি ভর্তি ট্রলির ওপরে বসে বাড়ি ফিরছিলেন সিরাজুল। হঠাৎ ট্রলি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
আরবি/