বৃহস্পতিবার (১৯ এপ্রিল) গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
কুড়িগ্রাম কালেক্টরেট উত্তরণ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।
সভায় জানানো হয়, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীনে দেশের আটটি বিভাগের ২৭টি জেলার ১২৮টি উপজেলার এক হাজার ৮০টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যাক্রম চলছে। এর মধ্যে শুধুমাত্র কুড়িগ্রাম জেলার ৬ উপজেলার ৪৭ ইউনিয়নে ওই প্রকল্পের অধীনে গ্রাম আদালত পরিচালনা করা হচ্ছে।
কুড়িগ্রামের ওই ৬ উপজেলার ৪৭টি ইউনিয়নে গত সাড়ে ৪ মাসে গ্রাম আদালতে মোট ২৮ হাজার ৮৯টি মামলা হয়েছে। এরমধ্যে গ্রাম আদালতে (ইউনিয়ন পরিষদ) নিষ্পত্তি হয়েছে ২৩ হাজার ৪৭৯টি এবং উচ্চ আদালতে পাঠানো হয়েছে ১ হাজার ৯২২টি মামলা। এতে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ১৪ দশমিক ১৭ কোটি টাকা।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, সাংবাদিক সফি খান, লাইলী বেগম, শেখ হুমায়ুন কবির সূর্য্য, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ডিস্ট্রিক ফেসিলিটেটর আ ফ ম রুকুনুল ইসলাম ডলার, গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট অর্পনা ঘোষ প্রমুখ।
ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকার ওই প্রকল্পে সহযোগিতা করছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এফইএস/ওএইচ/