বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী বেলাব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, বাড়ি যাওয়ার রাস্তা নিয়ে মকবুল হোসেন ও তার ছোট ভাই সৈরত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে মকবুলের ছেলে শাহীনের সঙ্গে চাচা সৈরত আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৈরত আলী ও তার ছেলে রাকিব শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করেন। ঘটনার পর থেকেই ঘাতক বাবা ও ছেলে পলাতক রয়েছেন।
গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোখলেছুর রহমান আকন্দ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি বলেও জানান ওসি মোখলেছুর।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমএএএম/এএটি