ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গফরগাঁওয়ে চাচার হাতে ভাতিজা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, এপ্রিল ১৯, ২০১৮
গফরগাঁওয়ে চাচার হাতে ভাতিজা খুন

ময়মনসিংহ: বাড়িতে যাওয়া-আসার রাস্তার বিরোধকে কেন্দ্র করে ময়মনসিংহের গফরগাঁওয়ে শফিকুল ইসলাম শাহীনকে (৩৩) কুপিয়ে হত্যা করেছেন তারই চাচা সৈরত আলী।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী বেলাব গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত শাহীন ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, বাড়ি যাওয়ার রাস্তা নিয়ে মকবুল হোসেন ও তার ছোট ভাই সৈরত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে মকবুলের ছেলে শাহীনের সঙ্গে চাচা সৈরত আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৈরত আলী ও তার ছেলে রাকিব শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করেন। ঘটনার পর থেকেই ঘাতক বাবা ও ছেলে পলাতক রয়েছেন।

গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোখলেছুর রহমান আকন্দ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি বলেও জানান ওসি মোখলেছুর।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ