ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভূমি’র ‘ব্যক্তিগত’ কর্মকর্তা কুতুব উদ্দীনের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, এপ্রিল ১৯, ২০১৮
ভূমি’র ‘ব্যক্তিগত’ কর্মকর্তা কুতুব উদ্দীনের জামিন কুতুব উদ্দীন আহমেদ

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ভূমি মন্ত্রণালয়ের ‘ব্যক্তিগত’ কর্মকর্তা কুতুব উদ্দীন আহমেদকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) কুতুব উদ্দীনের পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ জামিন মঞ্জুর করেন।

গত ৮ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একেএম মইনুদ্দিন সিদ্দিকী জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

ওইদিনই দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে দুদক।

সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ দেওয়ার অভিযোগে দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম কুতুব উদ্দীনের নামে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ