উদ্ধারকৃত মূর্তি ও পাথর। ছবি: বাংলানিউজ
নওগাঁ: নওগাঁর সাপাহারে পুকুর খনন করতে গিয়ে ২৬ কেজি ওজনের কষ্টি পাথরের একটি স্বরসতী মূর্তি এবং ২০ কেজি ওজনের একটি পাথর উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে মূর্তিটি উদ্ধার করা হয়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম শাহ বাংলানিউজকে জানান, উপজেলার বিরামপুর হঠাৎপাড়া গ্রামে একটি পুকুর খনন করতে গিয়ে মূর্তি এবং পাথরটি পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তি ও পাথরটি থানায় নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।