ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টার দায়ে এক ব্যক্তির ৭ বছরের দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, এপ্রিল ১৮, ২০১৮
সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টার দায়ে এক ব্যক্তির ৭ বছরের দণ্ড

সাতক্ষীরা: সাতক্ষীরায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার দায়ে উজ্জ্বল কুমার দাস নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১৮ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত উজ্জ্বল কুমার দাস জেলার আশাশুনি উপজেলার বড় দুর্গাপুর গ্রামের অজয় দাসের ছেলে।

 

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভেকেট জহুরুল হায়দার বাংলানিউজকে জানান, ২০০৯ সালের ২৬ আগস্ট বিকেলে বড় দুর্গাপুর গ্রামের উজ্জ্বল একই গ্রামের এক গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ওই নারী আশাশুনি থানায় মামলা করেন। তদন্ত শেষে আশাশুনি থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিকেলে এ রায় দেন আদালত। আসামি উজ্জ্বল কুমার দাস এখনও পলাতক।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।