ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুন্দরবনে অপহৃত ৮ জেলে উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, এপ্রিল ১৮, ২০১৮
সুন্দরবনে অপহৃত ৮ জেলে উদ্ধার অপহৃত জেলে উদ্ধার। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সুন্দরবনে অভিযান চালিয়ে দস্যুদের কবল থেকে অপহৃত আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার বাদুর ঝুলি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে জেলেদের নাম-পরিচয় জানা যায়নি।

কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কোস্টগার্ড পশ্চিম জোনের দোবেকী ও কয়রা স্টেশনের সদস্যরা বাদুর ঝুলি এলাকায় অভিযান চালায়। এ সময় দস্যু দাদা ভাই ও মোস্তাক বাহিনীর সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়লে কোস্টগার্ডের সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে কোস্টগার্ডের প্রতিরোধের মুখে দস্যুরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে অপহৃত আট জেলে, চারটি নৌকা, দু’নলা বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ৮০ রাউন্ড গুলির খোসাসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।