বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার বাদুর ঝুলি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে জেলেদের নাম-পরিচয় জানা যায়নি।
কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কোস্টগার্ড পশ্চিম জোনের দোবেকী ও কয়রা স্টেশনের সদস্যরা বাদুর ঝুলি এলাকায় অভিযান চালায়। এ সময় দস্যু দাদা ভাই ও মোস্তাক বাহিনীর সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়লে কোস্টগার্ডের সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে কোস্টগার্ডের প্রতিরোধের মুখে দস্যুরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে অপহৃত আট জেলে, চারটি নৌকা, দু’নলা বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ৮০ রাউন্ড গুলির খোসাসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
আরবি/