ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

স্পিকারের সঙ্গে বিদেশি গণমাধ্যম ব্যক্তিত্বদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, এপ্রিল ১৮, ২০১৮
স্পিকারের সঙ্গে বিদেশি গণমাধ্যম ব্যক্তিত্বদের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে বিদেশি গণমাধ্যম ব্যক্তিত্বদের সাক্ষাৎ

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদেশি গণমাধ্যম ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৮ এপ্রিল) জাতীয় সংসদের শপথ কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  
 
সাক্ষাতে তারা সংসদীয় চর্চা, বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় স্পিকার বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে, প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা।  

তিনি রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে জনমত সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানান।  

শিরীন শারমিন বলেন, অর্থনৈতিক ও সামাজিক সব সূচকে বাংলাদেশ আজ শক্ত ভিতের উপর অবস্থান করছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে দারিদ্র্যের হার কমছে।  

এর আগে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সংসদ নির্মাণ ইতিহাস ও সংসদীয় কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

পরে স্পিকার প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল সংসদ ভবন ঘুরে দেখেন এবং এর নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করেন।

এসময় বিশ্বের ১০টি দেশের ১৩ জন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবী, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।