ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিংড়ায় ছাদ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, এপ্রিল ১৮, ২০১৮
সিংড়ায় ছাদ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নাটোর: নাটোরের সিংড়ায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে চলনবিল আতাহার আলী সুপার মার্কেটের স্বত্বাধিকারী সাবেক ইউপি সদস্য মো. আতাহার আলী (৭০) নিহত হয়েছেন।

বুধবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের পাড়াজয়নগর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাহার আলী ওই মহল্লার মৃত জমির প্রামানিকের ছেলে।

তিনি সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে আতাহার আলী চলনবিল আতাহার আলী সুপার মার্কেটের ভবনের পাঁচ তলার কাজ দেখতে যান। এসময় অসাবধানতা বশত ছাদ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।