ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে ডাবল মার্ডার মামলায় অর্ধশত আসামির জামিন নামঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৬, এপ্রিল ১৭, ২০১৮
সিলেটে ডাবল মার্ডার মামলায় অর্ধশত আসামির জামিন নামঞ্জুর

সিলেট: সিলেটে শ্রমিক লীগ ও যুবলীগ নেতা হত্যা মামলায় অর্ধশত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকী ৫২ আসামির দুইজনের জামিন মঞ্জুর করেন এবং ৫০ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন- বৃদ্ধ ও রোগাক্রান্ত ফটিক মিয়া ও হাবিব মিয়া।

তবে তাৎক্ষণিক জামিন বাতিল হওয়াদের নাম পাওয়া যায়নি।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, গত ৬ মার্চ সকালে সিলেটের দক্ষিণ সুরমা বরইকান্দি এলাকায় দু’পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে কোম্পানীগঞ্জের তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান আলফু মিয়ার পক্ষের লোকজনের গুলিতে বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়া পক্ষের শ্রমিক লীগ নেতা মাসুক মিয়া ও যুবলীগ নেতা বাবুল মিয়া নিহত হন।  গুলিবিদ্ধ ১৭ জনসহ আহত হন ২৫ জন।  

এ দুই হত্যাকাণ্ডের ঘটনায় সেবুল আহমদ ও রাবেয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। এ দুই মামলায় হাজিরা দিতে আসেন ৫২ আসামি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।