ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরা কারাগারে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৫, এপ্রিল ১৭, ২০১৮
সাতক্ষীরা কারাগারে কয়েদির মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরা কারাগারে গোলাম মোস্তফা (৩০) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে তিনি মৃত্যুবরণ করেন।

গোলাম মোস্তফা সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের অজিয়ার রহমানের ছেলে।

সাতক্ষীরা জেল সুপার আবু জাহেদ বাংলানিউজকে জানান, গোলাম মোস্তফা একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি। জেলখানায় তিনি খাওয়া-দাওয়া করতেন না বললেই চলে। তার ওজন ছিল মাত্র ৩৫ কেজি। সকালে আকস্মিক তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।