ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৫, এপ্রিল ১৬, ২০১৮
ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রী নিহত

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাতেমা খাতুন (২১) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৬ এপ্রিল) রাতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ঢাকা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমা উপজেলার পলিপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে ও ফুলবাড়ী মহিলা কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।

 

দিনাজপুর ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহমান সরকার বাংলানিউজকে জানান, ফাতেমা রাতে বৈশাখী মেলা দেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।  

ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট ১৪-২৪৫২) আটক করে থানায় আনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।