সোমবার (১৬ এপ্রিল) রাতে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ঢাকা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফাতেমা উপজেলার পলিপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে ও ফুলবাড়ী মহিলা কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।
দিনাজপুর ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহমান সরকার বাংলানিউজকে জানান, ফাতেমা রাতে বৈশাখী মেলা দেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।
ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট ১৪-২৪৫২) আটক করে থানায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এইচএ/