ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নিখোঁজ হওয়ার ৩ দিন পর মিললো কিশোরের বস্তাবন্দি মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, এপ্রিল ১৬, ২০১৮
নিখোঁজ হওয়ার ৩ দিন পর মিললো কিশোরের বস্তাবন্দি মরদেহ

সিলেট: সিলেটে নিখোঁজ হওয়ার তিন দিন পর বস্তাবন্দি অবস্থায় সোহাগ মিয়া (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায়, হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) বিকেলে নগরের ১০ ওয়ার্ডের ঘাসিটুলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার কোতোয়ালি থানা পুলিশ।  

সোহাগ নগরের মজুমদারপাড়ায় ময়না মিয়ার কলোনীতে মা ফুলবানুর সঙ্গে থাকতো।

তার গ্রামের বাড়ি বগুড়া জেলার ওলিবাজারে। সে কাজিরবাজারে মৎস্য আড়তে দিনমজুরের কাজ করতো।
 
ফুলবানুর বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল কাজিরবাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল সোহাগ।  

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, মরদেহের গলায়, হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
 
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এনইউ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।