ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্যামলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩১, এপ্রিল ১৬, ২০১৮
শ্যামলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর শ্যামলী এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মাসুদ আলী (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইউসুফ আলী (২৩) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী সোহরাব হোসেন বাংলানিউজকে জানান, তারা আদাবর শ্যামলী বিজলী মহল্লা এলাকায় একটি ১৬ তলা ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।

সকালে মাসুদ ও ইউসুফ ৭ তলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ শুরু করেন। কাজ করার সময় হঠাৎ মাচান ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

এসময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১টার দিকে মাসুদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত ইউসুফ বর্তমানে ঢামেক চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য ওই শ্রমিকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।