ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘আসন ভাগাভা‌গি ও জোট গঠ‌নের সিদ্ধান্ত সময়ম‌তো’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৫, এপ্রিল ১৬, ২০১৮
‘আসন ভাগাভা‌গি ও জোট গঠ‌নের সিদ্ধান্ত সময়ম‌তো’

ঢাকা: আসন ভাগাভা‌গি ও জোট গঠ‌নের সিদ্ধান্ত সময়ম‌তো নেওয়া হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

তিনি বলেছেন, ‘কে কতটা মন্ত্রণালয় পাবে, এটা এখন বলার বিষয় নয়। প্রধানমন্ত্রী ছাড়া কারও এ বিষয়ে বলার এখ‌তিয়ার নেই’।

সোমবার (১৬ এপ্রিল) সকা‌লে রাজধানীর মা‌নিক মিয়া অ্যা‌ভি‌নিউ‌তে বিআর‌টিএ’র কার্যক্রম প‌রিদর্শনের সময় সাংবা‌দিকদের একথা ব‌লেন তি‌নি।  

তাহ‌লে কি জোটগতভা‌বে নির্বাচ‌নে যা‌চ্ছে আওয়ামী লীগ? এমন প্র‌শ্নে ওবায়দুল কাদের ব‌লেন, জোট হ‌বে কি হ‌বে না এটা বল‌ছি না, এটা সময়ই ব‌লে দেবে।  

‘আর বসাব‌সি শিগ‌গিরই শুরু হ‌য়ে যা‌বে। জয়ী হওয়ার সম্ভাবনা আ‌ছে এমন প্রার্থী‌কে ম‌নোনয়ন দেওয়া হ‌বে, সেটা যে শরীক দ‌লেরই হোক’, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সি‌টি কর‌পো‌রেশন নির্বাচনকে সে‌মিফাইনাল মন্তব্য ক‌রে তি‌নি ব‌লেন, এখন আর আ‌ন্দোল‌নে কাজ হ‌বে না। সি‌টি করপো‌রেশন ই‌লেকশ‌নের মো‌ডে আ‌ছেন দে‌শের মানুষ।  
 
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।