তিনি বলেছেন, ‘কে কতটা মন্ত্রণালয় পাবে, এটা এখন বলার বিষয় নয়। প্রধানমন্ত্রী ছাড়া কারও এ বিষয়ে বলার এখতিয়ার নেই’।
সোমবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএ’র কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।
তাহলে কি জোটগতভাবে নির্বাচনে যাচ্ছে আওয়ামী লীগ? এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, জোট হবে কি হবে না এটা বলছি না, এটা সময়ই বলে দেবে।
‘আর বসাবসি শিগগিরই শুরু হয়ে যাবে। জয়ী হওয়ার সম্ভাবনা আছে এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, সেটা যে শরীক দলেরই হোক’, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সিটি করপোরেশন নির্বাচনকে সেমিফাইনাল মন্তব্য করে তিনি বলেন, এখন আর আন্দোলনে কাজ হবে না। সিটি করপোরেশন ইলেকশনের মোডে আছেন দেশের মানুষ।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এসএ/জেডএস