সোমবার (১৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফরিদুর রহমান খান। তার পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক।
শুনানি শেষে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। দুদকের আইনজীবী মীর আব্দুস সালাম জামিনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
গত ১১ জানুয়ারি গুলশান থানায় দুদকের উপ-পরিচালক মাহাবুবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হোল্ডিং ট্যাক্সবাবদ ২১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৯৯৩ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এমআই/এএ