ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দুর্নীতি মামলায় ইউনাইটেড হাসপাতালের এমডির জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২১, এপ্রিল ১৬, ২০১৮
দুর্নীতি মামলায় ইউনাইটেড হাসপাতালের এমডির জামিন

ঢাকা: হোল্ডিং ট্যাক্স বাবদ সাড়ে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রহমান খানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফরিদুর রহমান খান। তার পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক।

জামিনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী মীর আব্দুস সালাম।  

শুনানি শেষে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। দুদকের আইনজীবী মীর আব্দুস সালাম জামিনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

গত ১১ জানুয়ারি গুলশান থানায় দুদকের উপ-পরিচালক মাহাবুবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হোল্ডিং ট্যাক্সবাবদ ২১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৯৯৩ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।