ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজিবের হাত হারানোর মামলায় ২ বাসচালকের জামিন নামঞ্জুর 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৬, এপ্রিল ১৬, ২০১৮
রাজিবের হাত হারানোর মামলায় ২ বাসচালকের জামিন নামঞ্জুর  বাসের চিপায় পড়ে হাত হারানো রাজিব

ঢাকা: দু’টি বেপরোয়া বাসের পাল্লাপাল্লিতে রাজধানীর কারওয়ান বাজা‌রে দুই বাসের চিপায় পড়ে ক‌লেজছাত্র রাজিব হোসেনকে একটি হাত হাত হারাতে হয়। এই মামলায় দুই বাসচালকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী মোহাম্মদ ইউনুস ও হেলাল উদ্দিন পাটোয়ারী।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

 

আসামিরা হলেন বিআরটিসি বাসের চালক ওয়াহিদ (৩৫) ও স্বজন বাসের চালক খোরশেদ (৫০)।

এর আগে গত ৫ এপ্রিল বিআরটিসি বাসের চালক অহেদ আলী ও স্বজন বাসের ড্রাইভার খোরশেদকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। ৮ এপ্রিল তাদের কারাগারে পাঠানো হয়।  

গত ৩ এপ্রিল কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে একটি বিআরটিসি বাস ও স্বজন বাসের পাল্লাপাল্লিতে দুই বাসের চিপায় পড়ে হাত হারান সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজিব হোসেন।
 
এ ঘটনায় গত ৪ এপ্রিল দুই বাস চালক‌কে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এমআই/এএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।