ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রংপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৭, এপ্রিল ১৬, ২০১৮
রংপুরে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২

রংপুর: রংপুরের মিঠাপুকুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজার রহমানসহ (৩৮) দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরের হাট নামক এলকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার জানান, মোস্তাফিজার রহমান তার স্ত্রীকে নিয়ে সোমবার সকালে শ্বশুর বাড়ি উপজেলার ছড়ান এলাকায় আসেন।

স্ত্রীকে নামিয়ে দিয়ে প্রাইভেটকার নিয়ে সকাল ৯টার দিকে তিনি রংপুর ফিরছিলেন।  

পথে ফকিরের হাট এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা আলেফ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে চাপা দিয়ে পাশের বাড়িতে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলেফ উদ্দিন ও মোস্তাফিজার মারা যান।

মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই আশীষ কুমার।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।