ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রমনা পার্কে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, এপ্রিল ১২, ২০১৮
রমনা পার্কে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা  রমনার বটমূলে চলছে প্রস্তুতি-ছবি-ডি এইচ বাদল

ঢাকা: বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে রমনার বটমূল। রমনা পার্ক ও এর আশপাশের এলাকাগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। কেননা আর মাত্র একদিন পরেই বাঙালি জাতি নববর্ষ উদযাপনে মেতে উঠবে।

আর এই উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার চ্যালেঞ্জে থাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

প্রতিবারের মতো এবারও রমনা পার্ক, বটমূল ও এর আশপাশের এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলছেন তারা।

ইতোমধ্যেই রমনা বটমূল ও পার্ক এলাকায় জনসাধারণের যাতায়াত নিয়ন্ত্রণ করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে রমনা পার্ক ও এর আশপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব-৩) রমনা বটমূল সংলগ্ন একটি অস্থায়ী কমান্ড সেন্টার ও কন্ট্রোল রুম স্থাপন করেছে। রমনা পার্ক ও এর আশপাশের এলাকায় অস্থায়ী ওয়াচ টাওয়ার স্থাপনের কাজও শেষ হয়েছে।
রমনা পার্কে নিরাপত্তা ব্যবস্থা-ছবি-ডি এইচ বাদলএছাড়া বুধবার (১১ এপ্রিল) থেকে ডিএমপি ও র‌্যাব-৩ রমনা পার্ক ও এর আশপাশের এলাকা সিসিটিভির নজরদারিতে নিয়ে এসেছে যা চলবে পহেলা বৈশাখ পর্যন্ত।

অন্যদিকে রমনা পার্কের প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তা চৌকি বসানোর কাজও শেষ পর্যায়ে। এছাড়া বাংলা বর্ষবরণের অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে পুলিশ ও সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।  

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষবরণ অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তারা তা করছেন। তাদের নিরাপত্তা ব্যবস্থার কাজ শেষ পর্যায়ে রয়েছে। কোনোভাবেই নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রাখা হবে না বলে তারা জানান।

এ বিষয়ে রমনার থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন বাংলানিউজকে বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে রমনা পার্ক ও এর আশপাশের এলাকায় যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা ডিএমপি নিচ্ছে। এছাড়া রমনা থানার পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ চলছে।  রমনা পার্কে নিরাপত্তা ব্যবস্থা-ছবি-ডি এইচ বাদলঅন্যদিকে ডিএমপির সিসিটিভি ইউনিটে কর্মরত সার্জেন্ট সোহেল রানা বাংলানিউজকে বলেন, রমনা পার্ক এলাকায় এবং এর বাইরের বেশ কিছু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যতগুলো সিসিটিভি ক্যামেরার প্রয়োজন তা আমরা লাগিয়েছি। এছাড়া গতকাল থেকে রমনা পার্কে অবস্থিত আমাদের কমান্ড সেন্টার থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে রমনা পার্ক ও আশপাশের এলাকায় নজরদারি চলছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানান, নগরীর সোহরাওয়ার্দী উদ্যান, রমনা, টিএসসি, শাহবাগ, হাতিরঝিলসহ অনুষ্ঠানে আসার প্রতিটি স্থলে ট্রাফিক নিরাপত্তাসহ নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রমনা, সোহরাওয়ার্দী উদ্যান সিসি ক্যামেরার আওতায় থাকবে। মঙ্গল শোভাযাত্রায় থাকবে নিরাপত্তা বেষ্টনী।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা এপ্রিল ১২, ২০১৮
এমএসি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।