ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, এপ্রিল ১২, ২০১৮
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

হবিগঞ্জ: জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার আলগাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আসমত আলী (২২), আছিয়া খাতুন (৩২), ফুলবানু (৭০), জরিনা বেগম (৩২), আকুত আলী (৬০), জমির মিয়া (২৩), কামাল মিয়া (৩৩), আমুদ আলী (৪৫), রিমন মিয়াকে (২৪) হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আলগাপুর গ্রামের বাবর আলীর ছেলে কামাল মিয়ার সঙ্গে প্রতিবেশী আকুত আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিছুজ্জামান বাংলানিউজকে জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।