ঢাকা: রাজধানীর মিরপুর ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাপালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট জব্দ করা হয়েছে।
বিকেল ৫টার দিকে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
পিএম/জিপি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।