ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টেকনাফে পৃথক অভিযানে সোয়া ৬ লাখ ইয়াবা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, এপ্রিল ১২, ২০১৮
টেকনাফে পৃথক অভিযানে সোয়া ৬ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন থেকে পৃথক অভিযানে ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বেলা পৌনে ১১টায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের অদূরে সমুদ্র থেকেএকটি ট্রলার ধাওয়া করে তিন লাখ ইয়াবা জব্দ করা হয়।  

এর আগে, বুধবার (১১ এপ্রিল) রাতে সাবরাং ইউপির শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে বস্তা বন্ধি অবস্থায় তিন লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।



কোস্টগার্ড সূত্র জানায়, সকালে সাগরে একটি ট্রলারের গতিবিধি সন্দেহ হলে ধাওয়া করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারের মাঝি-মাল্লা তিনটি বস্তা পানিতে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই তিনটি বস্তা থেকে তিন লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।  

পৃথক দু’টি অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন কোস্টগার্ড।

বিকেলে কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
টিটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।