বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী সাহেরা খাতুনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে স্বামী আব্দুল হাকিম ও স্ত্রী সাহেরা খাতুনের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে স্ত্রী সাহেরা রেগে গিয়ে ঝাড়ু দিয়ে স্বামী আব্দুল হাকিমের মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল হাকিমের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন বাংলানিউজকে জানান, এ ঘটনায় স্ত্রীকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনটি