ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এক ইলিশের দাম ১৫ হাজার!

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, এপ্রিল ১২, ২০১৮
এক ইলিশের দাম ১৫ হাজার! এক ইলিশের দাম ১৫ হাজার!

পাথরঘাটা (বরগুনা): সামনেই পহেলা বৈশাখ; দিন শুরু হবে পান্তা-ইলিশে। বাঙালির এই চিরন্তন আবেগের সুযোগ নিয়ে পহেলা বৈশাখের আগে থেকেই মাছ ব্যবসায়ীরা গলাকাটা দাম হাঁকান ইলিশের। তাই বলে এক ইলিশের দাম ১৫ হাজার টাকা! তাও আবার আড়তে!

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে বরগুনার পাথরঘাটার বিএফডিসি পাইকারী বাজারে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৫ হাজার ৩৮০ টাকায়।  

এ বিষয়ে পাথরঘাটা বিএফডিসি মেসার্স বরিশাল ফিসের সত্ত্বাধিকারী খান মো. হাবিব বাংলানিউজকে বলেন, সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিউ আলামিন ফিসের সত্ত্বাধিকারী মো. টিপু আলমের কাছ থেকে পাইকার মো. ইউসুফ ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৫ হাজার ৩৮০ টাকায় কেনেন।

যা মণ হিসেবে মূল্য দাড়ায় ২ লাখ ৬০ হাজার টাকা।  

পাইকার মো. ইউসুফ মিয়া বাংলানিউজকে বলেন, এ মাছটি ঢাকা আড়তে প্যাকেট করে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ মাছটি ঢাকার বাজারে দ্বিগুন দামে বিক্রি হবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।