বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে বরগুনার পাথরঘাটার বিএফডিসি পাইকারী বাজারে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৫ হাজার ৩৮০ টাকায়।
এ বিষয়ে পাথরঘাটা বিএফডিসি মেসার্স বরিশাল ফিসের সত্ত্বাধিকারী খান মো. হাবিব বাংলানিউজকে বলেন, সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিউ আলামিন ফিসের সত্ত্বাধিকারী মো. টিপু আলমের কাছ থেকে পাইকার মো. ইউসুফ ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৫ হাজার ৩৮০ টাকায় কেনেন।
পাইকার মো. ইউসুফ মিয়া বাংলানিউজকে বলেন, এ মাছটি ঢাকা আড়তে প্যাকেট করে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ মাছটি ঢাকার বাজারে দ্বিগুন দামে বিক্রি হবে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনটি