বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা লছমনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
হাসু জিনজিরা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
নিহতের মা হাজেরা বেগম বাংলানিউজকে বলেন, ভোরে আমার ছেলেকে কারা যেনো ফোন করে ডেকে নিয়ে যায়। পরে শুনি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের সোর্সের কাজ করায় তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, হাসুকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনটি