ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৪, এপ্রিল ১২, ২০১৮
কেরানীগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে হাসু (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা লছমনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

হাসু জিনজিরা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি মুরগি বিক্রির কাজও করতেন।

নিহতের মা হাজেরা বেগম বাংলানিউজকে বলেন, ভোরে আমার ছেলেকে কারা যেনো ফোন করে ডেকে নিয়ে যায়। পরে শুনি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের সোর্সের কাজ করায় তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, হাসুকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।