ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটা বাতিলের প্রজ্ঞাপন যথাসময়ে: জনপ্রশাসন সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৭, এপ্রিল ১২, ২০১৮
কোটা বাতিলের প্রজ্ঞাপন যথাসময়ে: জনপ্রশাসন সচিব

ঢাকা: কোটা বাতিলের প্রজ্ঞাপন যথাসময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান। এ বিষয়ে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে নিজ দপ্তরে আলাপকালে এ কথা জানান জনপ্রশাসন সচিব।

প্রজ্ঞাপন কবে নাগাদ হতে পারে- এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, যথাসময়েই হবে।

সব চাকরির ক্ষেত্রেই কোটা বাতিল হবে কি না জানতে চাইলে সচিব বলেন, সুস্পষ্ট নির্দেশনা পেলেই এই বিষয়ে বলা যাবে।

গত রোববার (০৮ এপ্রিল) থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন সারা দেশের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আন্দোলনের প্রেক্ষিতে বুধবার (১১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।  

এরপর বৃহস্পতিবার কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।