বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে জলে ফুল ভাসিয়ে এ উৎসবের শুভ সূচনা করা হয়।
এদিকে, রাঙামাটি শহরের গর্জনতলী এলাকায় ত্রিপুরা সম্প্রদায় সকাল ৯টার দিকে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে বৈসুক উৎসবের সূচনা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজুসহ ত্রিপুরা সম্প্রদায়ের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
জলে ফুল ভাসানোর পর কাপ্তাই হ্রদে ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষরা দু’টি বিভাগে বিভক্ত হয়ে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সবিল ত্রিপুরা ও তার দল প্রথম, বুলক্ষণ ত্রিপুরা ও তার দল দ্বিতীয় এবং সুমন ত্রিপুরা ও তার দল তৃতীয় স্থান অধিকার করে।
এছাড়াও নৌকা বাইচ প্রতিযোগিতায় নারী বিভাগে শান্তি রাণী ত্রিপুরা ও তার দল প্রথম, সখি ত্রিপুরা ও তার দল দ্বিতীয় এবং ঊর্মিলা ত্রিপুরা ও তার দল তৃতীয় স্থান অধিকার করে।
এরপর বৈসুক উৎযাপন কমিটির উদ্যোগে ত্রিপুরা ফাউন্ডেশন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আলোচনা শেষে প্রতিযোগীদের মধ্যে আগত অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনটি