বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬০ লিটার ভেজাল দুধসহ তাকে আটক করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে ইউএনও আরিফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মোহনপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুধে পানি ও সোডা মেশানোর সময় শামছুলকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড ও জব্দকৃত ভেজাল দুধ ধ্বংস করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, স্যানিটারি ইন্সপেক্টর এস এম শহিদুল ইসলাম, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
আরবি/