ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দুধে পানি-সোডা মেশানোর দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, এপ্রিল ১২, ২০১৮
দুধে পানি-সোডা মেশানোর দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: দুধে পানি ও সোডা মেশানোর দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শামছুল হক (৫৫) নামে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬০ লিটার ভেজাল দুধসহ তাকে আটক করা হয়।

শামছুল উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামের বাসিন্দা।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে ইউএনও আরিফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মোহনপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুধে পানি ও সোডা মেশানোর সময় শামছুলকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড ও জব্দকৃত ভেজাল দুধ ধ্বংস করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, স্যানিটারি ইন্সপেক্টর এস এম শহিদুল ইসলাম, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।