বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার আমতলি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শামীম জেলার ফুলবাড়ী উপজেলার সরসতীপুর বেজাই এলাকার আফসার মন্ডলের ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে জানান, আটক ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যমে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসআরএস