বৃহস্পতিবার (১২ এপ্রিল) ভোর রাত থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী সাধারণ।
পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ চলছে। যার কারণে সড়কের বিভিন্ন স্থানে গর্ত-খানাখন্দ হয়ে পানি জমে আছে। বুধবার (১১ এপ্রিল) রাতে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গর্তে আটকে একটি গাড়ি বিকল হয়ে যায়। এতে ওই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
একপর্যায়ে বৃহস্পতিবার ভোর রাত থেকে সড়কটিতে দীর্ঘ যানজটর সৃষ্টি হয়। এতে কোনাবাড়ী, কড্ডা, নাওজোর, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন এলাকায় যানজটে আটকা পড়ে আছে সাধারণ মানুষ। প্রচণ্ড রোদ ও গরমে ভোগান্তিতে পড়েছে ওইসব মানুষ।
আজমেরী গ্লোরী পরিবহনের যাত্রী সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কোনাবাড়ী থেকে তিনি গাড়িতে উঠেন। যানজটের কারণে কোনাবাড়ী থেকে বাইমাইল পর্যন্ত ৪/৫ মিনিটের রাস্তা যেতে লেগেছে দেড়ঘণ্টা। বাকি রাস্তা যেতে কতো সময় লাগবে? উল্টো প্রশ্ন করেন তিনি। প্রচণ্ড রোদ ও গরমে বাসের ভেতর ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
পলাশ পরিবহনের যাত্রী সোলাইমান মন্ডল বাংলানিউজকে বলেন, মৌচাক থেকে জয়দেবপুর শিববাড়ি যেতে সকাল ১০টার দিকে গাড়িতে উঠেন। যানজটের কারণে ৪ কিলোমিটার যেতে প্রায় দুইঘণ্টা সময় লেগেছে। সড়কে পানি জমে থাকায় কাঁদায় পরিণত হয়েছে। এছাড়া ফুটপাত দখল করে বিভিন্ন দোকান গড়ে উঠেছে। ফলে হেঁটে যাওয়ারও উপায় নেই।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বাংলানিউজেক বলেন, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গর্তে পড়ে একটি গাড়ি বিকল হয়ে যায়। এসময় সড়কের এক লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রেকার দিয়ে ওই গাড়ির মহাসড়ক থেকে সরানো হয়।
এদিকে সকালে গাড়ির চাপ বেড়ে গিয়ে দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
আরএস/জিপি