বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকাল থেকে মহানগর এলাকায় মাইকিংও করা হচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমিশনার (পশ্চিম) আমির জাফর বলেন, বর্ষবরণ উপলক্ষে এবার মহানগর এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বড় অনুষ্ঠানগুলোতে পুলিশ নির্দিষ্ট করা হয়েছে এবং শহরে ছোটখাটো অনুষ্ঠানগুলোতে ভ্রাম্যমাণ পুলিশ, র্যাব ও আনসার বাহিনী নজরদারি করবে।
এছাড়া অনুষ্ঠানে আয়োজকদের নিজস্ব ভলেন্টিয়ার এবং সম্ভব হলে সিসি ক্যামেরা ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে, বাংলা নববর্ষকে বরণ করতে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শনিবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এছাড়া রাজশাহী সাংস্কৃতিক জোট মহানগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্ত্বর থেকে শোভাযাত্রা বের করবে। এজন্য নানা উপকরণ তৈরিতে এবং রঙ করার কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসএস/আরআর