বুধবার (১১ এপ্রিল) রাতে উপজেলার সরণজাই ইউনিয়নের মানিককন্যা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মুক্তা ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ, বিতরণ ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই গ্রামে অভিযান চালায় র্যাব। এ সময় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য মুক্তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দু’টি সিমকার্ড ও মেমোরি কার্ড জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে তাকে তানোর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসএস/এসআরএস