ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নেত্রকোনায় ২ আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, এপ্রিল ১১, ২০১৮
নেত্রকোনায় ২ আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

নেত্রকোনা: আইসক্রিমে বিষাক্ত রং ও মানবদেহের জন্য ক্ষতিকারক নানা কেমিক্যাল মেশানোর দায়ে নেত্রকোনায় দুই ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নেত্রকোনা জেলার সহকারী পরিচালক শাহ আলম পৃথক অভিযানে এ অর্থদণ্ড করেন।

এর মধ্যে ইউএনও সাবিহা সুলতানা ডায়মন্ড আইসক্রিম ফ্যাক্টরিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আর সহকারী পরিচালক শাহ আলম ডায়মন্ড আইসক্রিমকে (২) ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে আইসক্রিম ফ্যাক্টরিতে থাকা অনুপযোগী বিষাক্ত রং ও ফ্লেভার জব্দ করে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ